Internship

সুখবর! সুখবর! সুখবর! বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত দেশের অন্যতম সায়েন্স কমিউনিকেশান প্লাটফর্ম সায়েন্স পোর্টার বাংলাদেশ আপনাদের জন্য নিয়ে এলো পেইড ইন্টার্নশীপের সুযোগ! দেশের যে কোন প্রান্ত থেকে আপনি আপনার স্কিল কাজে লাগিয়ে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের সাথে বিজ্ঞান প্রসারের এই অগযাত্রায়। সাথে থাকছে রেমুনারেশনও! তো আর দেরি কেন? আজই এপ্লাই করে ফেলুন cgpbl.ac.bd/internship এই লিংকে ক্লিক করে।

প্রতিষ্ঠান পরিচিতিঃ ২০২০ সালের জানুয়ারি মাসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল(shohael.com) স্যারের হাত ধরে পথচলা শুরু হয় Science Porter Bangladesh নামের এই সায়েন্স কমিউনিকেশান প্লাটফর্মের।মাত্র অল্প কিছুদিনের মাঝেই বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে অলাভজনক এ প্রতিষ্ঠানটি , যার লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে বিজ্ঞানের জটিল সব বিষয়গুলোকে সহজ ও সাবলীল ভাষায় সর্বসাধারনের মাঝে পৌছে দেয়া। বিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জনসাধারনকে অবহিত করা এবং তা ব্যবহারে উদ্বুদ্ধ করা। সে উদ্দেশ্যে আমরা দেশ ও বিদেশের প্রীতিযশা ব্যক্তিবর্গকে নিয়ে আন্তর্জাতিক সেমিনার ও ওয়ার্কশপ করে থাকি যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অংশগ্রহনকারীরা থাকেন।সেমিনার ও ওয়ার্কশপের মান নিশ্চিত করতে আমরা ঐ বিষয়ে জগতখ্যাত ব্যক্তিবর্গকে নিয়ে আসি যা আমাদের অন্য যে কোন প্লাটফর্ম থেকে আলাদা করে। আমাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন scienceporterbd.org।

Science Porter Bangladesh একটি একাডেমিকদের পরিবার, আগামীদিনের চেঞ্জমেকারদের পরিবার।আপনিও যদি এ এগ্রযাত্রায় যুক্ত হতে চান তাহলে দেরি না করে আজই এপ্লাই করে ফেলুন ইন্টার্নশীপের জন্য।

Job Description: Web Developer
Key Responsibilities:

  1. Web development and management

Job Description: Graphic Designer
Key Responsibilities:

  1. Designing creative graphic content and management

Job Description: Content Writer
Key Responsibilities:

  1. Writing creative web content and management.

এপ্লাই করতে আপনার পোর্টফোলিও ও সিভি মেইল করুন নিচের ঠিকানায়
[email protected]